Speech Content

সাধারণ সম্পাদক এর বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম। জনাব আসসালামুআলাইকুম।আদাব মুক্তাগাছার প্রানকেন্দ্রে অবস্থিত মুক্তাগাছা উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন, রেজি নং- বি-৫২৭, অন্যতম শ্রমিক ও সমাজসেবা সংগঠন পরিবৃত্ত মটর শ্রমিক ইউনিয়ন যা অত্র অঞ্চলের আধুনিক সংগঠন বিস্তারের আলোকবর্তিকা স্বরুপ। সফল ও শ্রমজীবী ব্যক্তি জীবনের ভিত রচনায় অত্র সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এমনই একটি ঐতিহ্যবাহি সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি অত্র সংগঠনে সধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর যথোপযুক্ত কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনাদের ঐকান্তিকতা ও সহযোগিতা কামনা করছি। আর্থিক সহযোগিতা আনয়নের লক্ষ্যে আমরা যাবতীয় আয়ের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার নিরন্তর চেষ্টা করছি। এতদসত্বে সুদক্ষ পরিচলনা পর্ষদ কর্তৃক পরিচালিত অত্র সংগঠনের যে কোন কার্যক্রমে আপনাদের পরামর্শ গ্রহনের প্রতিশ্রুতি ব্যক্ত করছি।এই সংগঠনটি সেবামূলক প্রতিষ্ঠান। সংগঠনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ও মনুষত্বের উন্মেষ ঘটানো ।একজন মানুষের পরিপূর্ণ বিকাশে , পরিচালনা পর্ষদ, নীতি নির্ধারক সংশ্লিষ্ট চেষ্টার সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতা একান্ত আবশ্যক। অত্র সংগঠনের উন্নতিকল্পে বছরের শুরু থেকে চলতে থাকা বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা, অগ্রগতি ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে মাইলফলক হয়ে থাকবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সংগঠন নারী নির্যাতন, যৌতুক প্রথা, বাল্য বিবাহ,মাদ্‌ক ও জুয়া থেকে দূরে থেকে দরিদ্র শ্রমিকদের বাসস্থান, গরিব দুঃখি শ্রমিকদের ছেলে মেয়ের স্কুলে পড়া শিক্ষার্থীকে শিক্ষা উপকরন বিতরণ ও বিবাহযোগ্যদের বিবাহদান কর্মকান্ডে নিয়েজিত থাকবে। এবং ভবিষ্যত সম্পর্কে সজাগ থেকে কাজ করার সুযোগ ও ব্যাবস্থা গ্রহন করবে। সংগঠনের নিরলস ঐকান্তিক চেষ্টার ফলশ্রুতিতে একটা সংগঠনের আসবে চুড়ান্ত সাফল্য। পরিশেষে বলতে চাই, সঠিক পথে পরিচালিত করে দায়িত্ববোধ সম্পন্ন, আদর্শবান ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় শপথ হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ আমাদের সহায় হউন। ।।শ্রমিক ঐক্য জিন্দাবাদ।।